ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2021
রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পএ
বিষয় রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্যে ও মার্কিন যুক্ত রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্হা
ক বিভাগ
1.একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
উওর : সংবিধান
2.সংবিধান প্রতিষ্ঠায় কয়টি পদ্ধতি আছে?
উওর : 4টি
3.সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখ?
উওর : আইনের শাসন সংবিধানের প্রাধান্য ও স্বাভাবিক উপায়ে ক্ষমতা হস্তান্তর
৪. এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি
উওর : পলিটি বা মধ্যতন্ত্র
৫. গণতন্ত্রের বিপরীত রুপ কী?
উওর : স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র
৬. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কী?
উওর : সংসদীয় সরকার
৭. কোন ধরনের সরকার ব্যবস্হায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
উওর : মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্হায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে
৯. Foedus শব্দের অর্থ কী?
উওর : সন্ধি বা মিলন
১০. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উওর : প্রবক্তা মন্টেস্কু
১১. The sptite of laws এর রচয়িতা কে?
উওর : ফরাসি দার্শনিক মন্টেস্কু
১২. নির্বাচন পদ্ধতি কত প্রকার
উওর : দু প্রকার
১৩. নির্বাচক মন্ডলী কারা?
উওর : যারা আইন সভা অথবা নির্বাচক সংস্হার প্রতিনিধি নির্বাচনে আইনগত ভোটদানের অধিকারী তারাই নির্বাচক মন্ডলী
১৪. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
উওর : নির্বাচক মন্ডলী
১৫. চাপসৃষ্টি গোষ্টীর প্রধান লক্ষ্য কী?
উওর : চাপসৃষ্টি গোষ্টীর প্রধান লক্ষ্য হলো সরকার গঠনের চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা
১৬. একটি চাপসৃষ্টি গোষ্টীর নাম উল্লেখ কর?
উওর : একটি চাপসৃষ্টি গোষ্টীর নাম নাম হলো বণিক সমিতি
১৭. জনমত বলতে কী বুঝ?
উওর : জনকল্যান কামী সমকালীন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃড় অভিমতই হলো জনমত
১৮. ব্রিটেনের সংবিধান কোন ধরনের?
উওর : ব্রিটিশ সংবিধান অলিখিত ও অবিধিবদ্ধ প্রকৃতির
১৯. কোন সংবিধান কে the mother of the
constitution বলা হয়
উওর : ব্রিটেনের সংবিধাকে the mother of all constitution বলা হয়
২০. ব্রিটেনের সাংবিধানীক নাম কী
উওর : ব্রিটেনের সাংবিধানীক নাম হলো united kingdom of
Great Britain and north Ireland
২১. ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি?
উওর : লর্ড সভার প্রিভি কাউন্সিল
২২. রাজতন্ত্র কী?
উওর : যে শাসন ব্যবস্হা রাজা বা রাজার পদকে কেন্দ্র করে পরিচালীত হয় তাকে রাজতন্ত্র বলে
২৩. ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?
উওর : লর্ডসভা
২৪. ব্রিটেনের লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?
উওর : লর্ড চ্যান্সেলর
২৩. USA এর পূর্ণ রুপ কী?
উওর : United States of America
২৪. ভেটো কাকে বলে?
উওর : কোনো প্রস্তাব বা সিধান্ত নিবৃতিকরণের উদ্দেশ্যে ভোট প্রদান করা কে ভেটো বলে
২৫. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
উওর : সিনেট
২৬. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের নাম কী?
প্রতিনিধি পরিষদ
উওর : মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেন
উপরাষ্টপতি
২৭. মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের নাম কি
উওর : সুপ্রিম কোর্ট
খ বিভাগ
১.সংবিধানীক প্রতিষ্ঠার পদ্ধতি
সমুহ
ব্যাখ্যা কর?
২. সংবিধানের সরকার বলতে কী বুঝ?
৩. সংবিধানের প্রাধান্য রক্ষার
উপায়
সমূহ
সংক্ষেপে লেখ?
৪. সরকার কাকে
বলে?
৫. একনায়ক তন্ত্রের বৈশিষ্ট্য সমূহ
আলোচনা
কর
৬. গণতন্ত্র বলতে
কী
বুঝ?
৭. সংসদীয় সরকারের বৈশিষ্ট্যসমূহ লেখ
৮. বিচার বিভাগের স্বাধীনতা বলতে
কী
বুঝ?
৯. রাজনৈতিক দলের
বৈশিষ্ট্য লেখ?
১০. চাপ সৃষ্টি
কারী
গোষ্টী
কাকে
বলে?
১১. ব্রিটিশ সংবিধানের উৎস
সমূহ
কী
১২. প্রথা কী
১৩. রাজা রাজত্ব
করেন
কিন্তু
শাসন
করেন
না
ব্যাখ্যা কর?
১৪. রাজার মৃত্যু নেই উক্তিটি কার?
১৫. অর্পিত ক্ষমতা
প্রসূত
আইন
কি?
১৬. মার্কিন যুক্ত
রাষ্টের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কী?
১৭. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলতে কি
বুঝ?
১৮. মার্কিন সিনেটের গঠন
লেখ?
১৯. মার্কিন সিনেটের ক্ষমতা
ও কার্যাবলি বর্ণনা কর
২০. মার্কিন রাষ্টপতি পদ্ধতি
ব্যাখ্যা কর
গ বিভাগ
১. সংবিধান কী? সংবিধান সংবিধান প্রতিষ্টার পদ্ধতিসমূহ উল্লেখ কর?
২. একটি উওম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর?
৩. গণতন্ত্রনেপ সংজ্ঞা দাও? গণতন্ত্রের সফলতার শর্ত লেখ?
৪. মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে? এ সরকারের দোষ গুণ আলোচনা কর?
৫. ক্ষনতার রূর্ণ স্বতন্ত্রীকরণ উচিত নয় সম্ভবও নয় ব্যাখ্যা কর?
৬. আইন সভা কাকে বলে? আইন সভার কার্যাবলি আলোচনা কর?
৭. আধুনীক কালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর?
৮. শাসন বিভাগ কী? আধুনীক কালে শাসন বিভাগের ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে?
৯. নির্বাচক মন্ডলীর সংজ্ঞা দাও৷আধুনীক গণতান্তিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা আলোচনা কর?
১০.নির্বাচক মন্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কীরণসমূহ আলোচনা কর?
১১. রাজনৈতিক দল কী? রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর?
১২. বিরোধী দল কাকে বলে? আধুনীক গণতান্তিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর?
১৩. ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণ সমূহ আলোচনা কর?
১৪. মার্কিন সিনেটকে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন আলোচনা কর?
১৫. প্রথা বলতে কি বুঝ? ব্রিটেনে সাংবিধানীক প্রথা কেন মান্য করা হয়?
১৬. ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর?
১৭. ব্রিট্রেনের কমন্সসভা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা কর?
১৮. জাতীয় নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখ?