ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২১


ব্যষ্টিক অর্থনীতি

ডিগ্রী পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২১

 অনার্স প্রথম বর্ষ 99% কমন থাকবে ইনশাআল্লাহ …. 

    ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

 

১/ ব্যষ্টিক অর্থনীতি কি? 

উওর: অর্থনীতি যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে 

২/ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থের নাম কি?

উওর: An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations” গ্রস্থটি প্রকাশিত হয় ১৭৭৬ সালে।

৩/ বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের? 

উওর: মিশ্র অর্থনীতি

৪/ সুযোগ ব্যয় কি? 

উওর: একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হল সুযোগ ব্যয়

৫/ চাহিদা অপেক্ষক কি? 

উওর: Qd = f (P) এখানে, Qd = চাহিদার পরিমাণ এবং P = দাম।

৬/ কোন বাজারে AR=MR=p হয়? 

উওর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার

৭/ নিম খাজনা কাকে বলে? 

উওর: মানুষের সৃষ্টির উৎপাদনের পরিমাণ হতে স্বল্প কালে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে

৮/ বিশ্বায়ন কি? 

উওর: পৃথিবীর বিভিন্ন দেশ গুলির মধ্যে পারস্পারিক সম্পর্কে আরো নিবিড় করার পন্থা হচ্ছে বিশ্বায়ন।

৯/ প্রান্তিক উপযোগ কি? 

উওর: কোনো দ্রব্যের বাড়তি একক ভোগ থেকে যে বাড়তি উপযোগ পাওয়া যায়, তাকে প্রান্তিক উপযোগ বলা হয়

১০/ চাহিদা বিধি কি? 

উওর: " দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে " এটাই চাহিদা বিধি।
১১/ গিফেন দ্রব্য কি? 

উওর: যেসব দ্রব্যের ঋণাত্বক আয় প্রভাব ধনাত্বক বিকল্পন প্রভাব থেকে বেশি শক্তিশালী হয় তাদেরকে গিফেন দ্রব্য বলে।

১২/ কল ডগলাসের উৎপাদনের অপেক্ষকটী লেখ? 

উওর: Q=ALαKβ ; যেখানে, A,α ও β হলো পরামিতি, L ও K হলো শ্রম ও মূলধন, Q = উৎপাদন

১৩/ গড় ব্যয় কি? 

উওর: কোনো দ্রব্য উৎপাদনের মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়।

১৪/ ডুয়োপলি বাজার কি? 

উওর: কোন পণ্যের যোগান দুজন মাত্র বিক্রেতা নিয়ন্ত্রণ করলে তাকে ডুয়োপলি বাজার বলে। 

১৫/ কোন বাজারে যোগান রেখা নেই?

উওর: একচেটিয়া বাজারে 

১৬/ ডাম্পিং কি? 

উওর: উদ্বৃত্ত পণ্যসমূহ একটি অন্য দেশে নিজ দেশ অপেক্ষা কম মূল্যে বিক্রয় করাকে ডাম্পিং বলে।

১৭/ চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? 

উওর: সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে কোন একটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তাকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে

১৮/ অর্থনৈতিক খাজনা কি?

উওর: শুধু ভূমি ব্যবহারের জন্য মালিককে যে পরিমাণ অর্থ দিতে হয় তাই অর্থনৈতিক খাজনা।

১৯/ অভাবের পূরণের ক্ষমতা হলো....... ? 

উওর: উপযোগ

২০/ দাম ভোগ রেখা কি? 

উওর: ভোক্তার আর্থিক আয় রুচি ও অন্য দ্রব্যাদির অপরিবর্তিত থাকা অবস্থায় একটি দ্রব্যের দাম পরিবর্তিত হতে থাকলে ভারসাম্য বিন্দু যে রেখা ধরে চলে তাকে দাম ভোগ রেখা বলে

২১/ অর্থনীতির অদৃশ্য হাত কি? 

উওর: অর্থ ব্যবস্থায় বাজারে চাহিদা যোগান অপেক্ষা বেশি হলে দাম বৃদ্ধি পাবে এবং চাহিদা যোগান অপেক্ষা কম হলে দাম হ্রাস পাবে ।

২২/ যোগানের স্থিতিস্থাপকতা সূত্র কি? 

উওর:




২৩/ অর্থনৈতিক দ্রব্য কি?

উওর: যে সমস্ত দ্রব্যের উপযোগ রয়েছে, জোগান চাহিদার তুলনায় সীমাবদ্ধ যা হস্তান্তরযোগ্য এবং বাহ্যিক সত্তার অধিকারী তাকে অর্থনৈতিক সম্পদ বলে

২৪/ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য 

উওর: ব্যষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ক্ষুদ্র। অন্যদিকে, সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ব্যাপক ও বিস্তৃত। ব্যষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে। পক্ষান্তরে সামষ্টিক অর্থনীতিতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আলােচনা না করে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় ।


"খ বিভাগ"

 ১/অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো 

২/চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি 

৩/"মুনাফা ঝুঁকি বহনের পুরস্কার" ব্যাখ্যা করো 

৪/ সম উৎপাদন রেখা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো 

৫/ শ্রম বৈষম্য কি? বৈষম্য দূরীকরণের উপায় কি? 

৬/অর্থনৈতিক উন্নয়নে মূলধন এর ভূমিকা আলোচনা করো?

৭/চাহিদা স্থিতিস্থাপকতা কি? বিলাসদ্রব্যের স্থিতিস্থাপকতা কেমন? 

৮/বাজেট রেখা ধারণা ব্যাখ্যা করো? 

৯/ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো? 

১০/বাজার অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো? 

১১/আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ করো? 

১২/একচেটিয়া কারবার দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো? 

১৩/পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো? 

১৪/স্বল্পকালীন গড় খরচ রেখা "U"আকৃতির হয় কেন? 

১৫/সম উৎপাদন ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য নির্দেশ করো? 

১৬/শ্রমের যোগান মূলত কি কি বিষয়ের উপর নির্ভর করে? 

"গ বিভাগ"

 ১। (ক) মিশ্র অর্থনীতি কি? 

(খ) মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর? 

২। (ক)উৎপাদন তথ্য কি? 

(খ) মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন এর মধ্যে সম্পর্ক আলোচনা করো? 

৩। (ক) নিরপেক্ষ রেখা কি? 

(খ)নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো? 

৪। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সমালোচনা লেখ? 

৫। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা করো?  

৬। (ক)প্রমাণ করো একচেটিয়া বাজারের MR=১/২ AR হয়?

(খ)পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য দেখাও? 

৭। (ক)মজুরি কাকে বলে 

(খ)বিভিন্ন পেশায় মজুরির তারতম্যের কারণ সমূহ লেখ 

৮। (ক)মূলধন কাকে বলে?  

(খ)অর্থনৈতিক উন্নয়নে মূলধন এর ভূমিকা আলোচনা করো? 

৯। (ক)যোগান নির্ধারণ সমূহ লেখ? 

(খ)যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন? 

১০। একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো? 

১১। (ক)মজুরি কত প্রকার? 

(খ)নারী ও পুরুষের মজুরি পার্থক্যের কারণ সমূহ লেখ? 

১২। দাম প্রভাব, আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাবের সম্পর্ক ব্যাখ্যা করো?

১৩।(ক) পুঁজিবাদী অর্থব্যবস্থা কি? 

(খ)পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো? 

১৪। (ক)একচেটিয়া বাজার কাকে বলে? 

(খ)একচেটিয়া কারবার এর স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো? 

(খ) মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর? 

Post a Comment

Previous Post Next Post