স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাজেশন । nu exam 2021

 


স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

ডিগ্রী পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত ২০২১

 অনার্স প্রথম বর্ষ 99% কমন থাকবে ইনশাআল্লাহ …. 

    ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) 

১। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বনর্না করো?  

উওর:

২। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? 

উওর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ইংরেজি নামঃ The

People's Republic of Bangladesh.

৩। দ্বীজাতি তত্বের প্রবক্তা কে?  

উওর: মোহাম্মদ আলী জিন্নাহ

৪। বাঙালিদের ওপর কোন নরগোষ্ঠীদের প্রভাব বেশি? 

উওর: অস্ট্রিক বা অস্ট্রালয়েড

৫। পূর্ব  বাংলার প্রথম গভর্নর ছিলেন?  

উওর: হোসেন শহীদ সাহরাওয়ার্দী 

৬। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?  

উওর: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

৭। লাহর প্রস্তাব কত সালে উথাপিত হয়? 

উওর: ১৯৪০ সালের  ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত

৮। ভারতের স্বাধীনতা আইন কত সালে পাস হয়? 

উওর: ১৯৪৭ সালের ১৮ই জুলাই

৯। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? 

উওর: চর্যাপদ

১০। কোন প্রাচীন গ্রন্থে 'বঙ্গ' নামের উল্লেখ পাওয়া যায়? 

উওর: বৈদিকসাহিত্যের ঐতরেয় আরন্যক গ্রন্থে  

১১। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 

উওর: এ. কে ফজলুল হক

১২। তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন?  

উওর: প্রিন্সিপাল আবুল কাসেম

১৩। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? 

উওর: বীরশ্রেষ্ঠ 

১৪। কোথায় কখন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 

উওর: ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

১৫। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে? 

উওর: মোহাম্মদ আলী জিন্নাহ দিজাতি তত্ত্বের প্রবর্তক

১৬। রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 

উওর: ১৯৪৮ সালের ২ মার্চ 

১৭। ভূ-প্রকৃতি মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 

উওর:

১৮। কে কত সালে ৬ দফা প্রদান করেন?  

উওর: ১৯৬৬ সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদান করেন

১৯। কত সালে কে শেখ মুজিবকে "বঙ্গবন্ধু" উপাধি দেন? 

উওর: তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী রেসকোর্স ময়দানে ( আগের উওর ভুল ছিলো) 

২০। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কত সেক্টরে ভাগ করা হয়? 

উওর: ১১টি

২১। অখণ্ড স্বাধীন বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 

উওর: শেরে বাংলা এ কে ফজলুল হক

২২। পাকিস্তান কত সালে সামরিক শাসন জারি করে? 

উওর: ইস্কান্দার মীর্জা ৮ অক্টোবর, ১৯৫৮ সালে প্রথম সামরিক শাসন জারি করেন।

২৩। L.F.O এর পূর্ণরূপ কি? 

উওর: Legal

Framework Order.

২৪। কোন কর্মসূচি "বাঙালির ম্যাগনাকার্টা" নামে পরিচিত? 

উওর: ছয় দফাকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

২৫। ২৫ শে মার্চ গণহত্যা সাংকেতিক নাম কি ছিল?  

উওর: অপারেশন সার্চলাইট

২৬। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 

উওর: ২১টি

২৭। ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয়? 

উওর: ১৯৬৬ সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদান করেন

২৮। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি?  

উওর: ভারত ( ৭ ডিসেম্বর ১৯৭১)

২৯।বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? 

উওর: ১৬ ডিসেম্বর ১৯৭২

৩০। 'বাকশাল' এর পূর্ণরূপ কি? 

উওর: বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ

৩১। কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন? 

উওর:১৯৭৫ সালের ১৫ আগষ্ট

৩২। ভারত স্বাধীনতা আইন কত সালে পাস হয়?

উওর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।

৩৩। পাকিস্তানে প্রথম সামরিক শাসন কে জারি করেন? 

উওর: ইস্কান্দার মির্জা।

৩৪। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উওর: তাজউদ্দিন আহমেদ।

৩৫। মৌলিক গণতন্ত্রের ভোটাধিকার ছিল কত জনের?

উওর: ৮০ হাজার।

৩৬। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি?

উওর: মেঘনা (দৈর্ঘ্য ৬৬৮ কিঃমিঃ)

৩৭। কোন আইন দ্বারা ১৯৪৭ সালে ভারত বিভক্ত হয়েছিল?

উত্তর: ভারত স্বাধীনতা আইন দ্বারা রাজাবিডি।

৩৮। অস্থায়ী সরকার কোথায়, কবে শপথ গ্রহণ করেন?

উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ভবের পাড়া গ্রামের আম বাগানে।

৩৯। আসাদ কলেজ কবে, কোথায় প্রতিষ্ঠিত হয়?

উত্তর: শিবপুর ও ধানুয়া এলাকার স্থানীয় লোকজন ১৯৭০ সালে শিবপুর শহীদ আসাদ কলেজ নামে একটি মহাবিদ্যালয়।

৪০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? রাজাবিডি।

উত্তর: ১৮৭২ সালের জানুয়ারি মাসের ১০ তারিখে।

৪১। বাংলাদেশের বৃহত্তম ও উচ্চতম বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বা বাংলাদেশের সবচেয়ে উচুঁ পর্বতশৃঙ্গের নাম কি?

উত্তর: বাংলাদেশের বৃহত্তম পাহাড় হলো গারো পাহাড় এবং উচ্চতম বা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং - যার অপর নাম বিজয় বা মুয়াল; রুমা।


"খ " বিভাগ

১।বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখ? ২।বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো?
৩।ধমীয় সহনশীলতা বলতে কি বুঝ? 
৪। অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লেখ?
৫। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও?
৬। আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের কর?
৭। যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লেখ?
৮। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো?
৯।মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে আলোচনা করো?
১০। আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল?
১১। ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল?
১২। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে লিখ?
১৩। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর ভূমিকা সম্পর্কে লেখ?
১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো?

' গ বিভাগ '

১। বাংলার অর্থ সামাজিক জীবনের ভূ-প্রকৃতির প্রভাব বর্ণনা করো? 
২। বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো?
৩। ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ এর ফলাফল ব্যাখ্যা করো?
৪। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এ প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ করো?
৫। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব ব্যাখ্যা করো?
৬। অখন্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো? এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন?
৭। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো?
৮। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখ? 
৯। ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা করো?
১০। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য আলোচনা করো? 
১১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ১৯৭০ সালের নির্বাচন কি প্রভাব রেখেছিল?
১২। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্পর্কে একটি নিবন্ধন লেখ?
১৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো?
১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো?
১৫। ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো?
১৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো? 

Post a Comment

Previous Post Next Post