ময়মনসিংহ মেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনার উ
পসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ১৫ জন। বাকি ৮ জনের মধ্যে নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুরের ১ জন ও টাঙ্গাইলের ১ জন মারা গেছেন।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের খোদেজা (৫৫), মর্জিনা (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছা উপজেলার আবদুল মালেক (৫৫), রিয়াজুল (৪৫), তারাকান্দা উপজেলার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাট উপজেলার আবদুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আবদুল সালেহ (৭০)।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জনসহ এখন পর্যন্ত ৩৯৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন। গতকাল সুস্থ হয়ে ২৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০টি নমুনা পরীক্ষায় আরও ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৭। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৯৯৫ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন। জেলায় আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২২২ জনের মৃত্যু হয়েছে।