অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা ২০২১
বিভাগ;
হিসাব বিজ্ঞান
বিষয়ঃ
কর্পোরেট আইন
প্রয়োগ
বিষয়
কোড 242509
ক
বিভাগ
১.কোম্পানীর সংজ্ঞা দাও?
২.যৌথ মূলধনী কোম্পানী কাকে
বলে?
৩.প্রাইভেট লিমিটেড কোম্পানী কি?
৪.অসীম দায়সম্পন্ন কোম্পানী বলতে
কি
বুঝ?
৫.হোল্ডিং কোম্পানী কাকে বলে়?
৬.বিদ্যমান কোম্পানী কী?
৭.কোন দলিল কো
কোম্পানীর জন্ম
সনদ
নামে
অভিহিত
করা
হয়
৮.কোন দলিল কো
কোম্পানীর সংবিধান বলা
হয়?
৯.কোম্পানির শেষে লিমিটেড শব্দ
লেখা
হয়
কেন?
১০.প্রবর্তক কে?
১১.সংঘ স্বারক কী?
১২.মূলধন সঞ্চিতি কী?
১৩.বিবরণ পএ কী?
১৪.বোনাস শেয়ার কি?
১৫.জিরো কুপন বন্ড কী?
১৬.কোম্পানি মূলধন কী?
১৭.শেয়ার সনদ কাকে বলো?
১৮.কোম্পানী চুক্তি কি?
১৯.চুক্তি কাকে বলে?
২০.পরিশোধ্য ঋণপএ কাকে বলে?
২১.তও্বাবধায়ক কে?
২২.ঋণপএ কী?
২৩.পরিচালক কে?
২৪.কোম্পানির অবসায়ক কে?
২৫.কোম্পানির সচিব কে?
২৬.কোরাম কী?
২৭.বাষিক সাধারণ সভা কী?
২৮.বিধিবদ্ধ সভা কী?
২৯.ব্যবস্হাপনা প্রতিনিধি কে?
৩০.বিকল্প পরিচালক কে?
৩১.নিরীক্ষকের দায় কত ধরনের
হয়ে
থাকে?
৩২.যৌথ মূলধনি কোম্পানির নিরীক্ষকের প্রধান
কী
যোগ্যতা থাকতে
হয়?
৩৩.কোম্পানির হিসাব কী?
৩৪.বন্টনযোগ্য
মুনাফা
কী?
৩৫.পরিবর্তনশীল লভ্যাংশ নীতি কী
৩৬.অন্তবর্তীকার্লীন লভ্যাংশ কী?
খ
বিভাগ
১.কোম্পানির অপরিহার্য উপাদানগুলো ব্যাখ্যা কর?
২.হোল্ডিং কোম্পানি ও সাবসিডিয়ারি কোম্পানির মধ্যে
পার্থক্য লেখ?
৩.কোম্পানির নিবন্ধন বলতে কী বুঝায়?
৪.কোম্পানির নিবন্ধনের ফলাফল কী?
৫.শেয়ার মূলধন কাকে বলে
৬.মূলধন কমানো এবং হ্রাসের মূলধন
মধ্যে
পার্থক্য দেখাও?
৭.অবলেখনের কমিশন ও দালালির মধ্যে
পার্থক্য দেখাও?
৮.সদস্য ও শেয়ার মালিকের মধ্যে
পার্থক্য দেখাও?
৯.কোম্পানি সমীম দায় বলতে
কীবুঝায়?
১০.শেয়ার হস্তান্তর পদ্ধতি বর্ণনা কর?
১১.কোম্পানি চুক্তির প্রকৃতি বর্ণনা
কর?
১২.ঋণপএ বলতে কী বুঝা়য়?
১৩.কখন অনির্দিষ্ট জামিনে
পরিণত
হয়
১৪.কোম্পানি সভার শ্রেণিবিভাগ আলোচনা
কর?
১৫.আলোচ্যসূচি ও কার্যবিবরণীর মধ্যে
পার্থক্য দেখাও?
১৬.কোম্পানি সচিবের এয়ী ক্ষমতা
আলোচনা
কর?
১৭.কোম্পানী আইন অনুযারি নিরীক্ষকের অযোগ্যতাগুলো কী
কী?
১৮.কোম্পানি নিরীক্ষকের অপসারণের পদ্ধতি আলোচনা কর?
১৯.মূলধনি লাভকে লভ্যাংশ হিসেবে বন্টন
করা
যায়
কি?
২০.মুনাফা ও লভ্যাংশ মধ্যে
পার্থক্য কর?
গ
বিভাগ
১.প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে কীভাবে
রুপান্তর করা
যায়?
২.পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য লেখ?
৩.কোম্পানি একজন আইনুাগাগ ব্যক্তি এবং
সমাজ
মালিকের সওা
হতে
এর
পরিচয়
ভিন্ন
ব্যাখ্যা কর?
৪.বাংলাদেশে বিদেশি কোম্পানি নিবন্ধন সংক্রান্ত বিধিবিধান ব্যাখ্যা কর?
৫.স্বারকলিপির মূলধন ধরা পরিবর্তনসংক্রান্ত বিধানগুলো আলোচনা
কর
৬.কোম্পানি গঠনের বিভিন্ন পদক্ষেপ আলোচনা
কর?
৭.প্রবর্তকের কর্তব্য ও দায় সম্পর্কে বর্ণনা
কর?
৮.সংঘ স্মারক কখন
ও কীভাবে পরিবর্তন করা
যায়
৯.সংরক্ষিত মূলধন ও সঞ্চিতির মধ্যে
পার্থক্য লেখ?
১০.কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধির পদ্ধতি
আলোচনা
কর?
১১.বিবরণপএে শেয়ার মূলধন বৃদ্ধির পদ্ধতি
আলোচনা
কর?
১২.বিবরণপএে মিথ্যা বিবরণের জন্য
পরিচালকদের দায়সমূহ আলোচনা
কর?
১৩.বিবরণপএে অসত্য বিবৃতির জন্য
দায়ী
পক্ষ
কারা
১৪.কোম্পানির শেয়ার মূলগনগুলো কী
কী?
১৫.শেয়ার বিলি কী?
১৬.অধিহারে শেয়ার বিলি সংক্রান্ত বিধানসমূহ লেখ?
১৭.শেয়ার সার্টিফিকেট ও শেয়ার ওয়োরেন্টের মধ্যে
পার্থক্য লেখ?
১৮.শেয়ার বাজেয়াপ্তকরণ সংক্রান্ত আইনের বিধানসমূহ লেখ?
১৯.শেয়ার না কোম্পানি নিবন্ধিত হয়
ততক্ষণ
সে
কোনো
চুক্তি
করতে
পারে
না
আলোচনা
কর?
২০.কখন অনিদিষ্ট জামিন
নিদিষ্ট জামিনে
পরিণত
হয়?
২১.বিভিন্ন ধরনের ঋণপএের বর্ণনা দাও?
২২.কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতার ওপর
বাধা
নিষেধসমূহ বর্ণনা
কর?
২৩.কোম্পানির বাষিক সাধারণ সভা
অনুষ্ঠানসংক্রান্ত নিয়মাবলি বর্ণনা
কর?
২৪.ব্যবস্থাপনা
পরিচালকদের কার্যাবলি আলোচনা
কর
২৫.কোম্পানির সভার সিদ্ধান্তের শ্রেণিবিভাগ আলোচনা
কর?
২৬.সাধারণ ব্যবস্হাপক পরিচালক পর্যদের তও্বাবধানে ও নির্দেশনা সাপেক্ষে কাজ
করে
ব্যাখ্যা কর?
২৭.নিরীক্ষকের ক্ষমতা ও কার্যাবলি লেখ?
২৮.কোম্পানির পরিচালক পর্যদের প্রতিবেদনের বিষয়বস্তু বর্ণনা কর৷
২৯.কী কী পরিস্হিতিতে কোম্পানির স্বেচ্ছাকৃত বিলোপ
ঘটে
৩০.কোম্পানির রুপান্তরকরণ কী? কোম্পানির পূর্ণর্গঠন সম্পর্কে আলোচনা কর?
জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল ধরনের সাজেশন পেতে ভিজিট করতে পারেন আমাদের এই ওয়েভ সাইট