গুচ্ছ ভর্তি পরিক্ষার আপডেট

গুচ্ছ ভর্তি পরিক্ষার সকল প্রশ্নের উত্তর , গুচ্ছ পরিক্ষার সময় বাড়ানো, গুচ্ছ পরিক্ষার কতজন আবেদন করেছে, সকল কিছুর আপডেট।


গুচ্ছে এ পর্যন্ত আবেদন সম্পন্ন করেছে..👇✅


✔️মানবিক = ৪০ হাজার

✔️ব্যবসায় শিক্ষা= ২৫ হাজার 

✔️বিজ্ঞান= ৭২ হাজার শিক্ষার্থী।

গুচ্ছ পরিক্ষার আপডেট 


গুচ্ছ ভর্তি পরীক্ষায় চুড়ান্ত আবেদনের সময়সীমা বাড়ছে!


চুড়ান্ত আবেদন খুব কম শিক্ষার্থী করায় সময়সীমা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সাস্টের উপাচার্য৷

তথ্য সুত্র: ডেইলি ক্যাম্পাস৷


প্রিয় ভর্তিচ্ছু,

বিজ্ঞানে যাদের জিপিএ ৯.০০ আছে তারা মোটামুটি শিওর থাকো গুচ্ছে সুযোগ পাবেই৷ ১২০০ টাকা বিশাল ফ্যাক্ট অনেকের কাছে,তাড়াছা ফ্রিতে তাই অনেকে

শখ করে প্রাথমিক আবেদন করেছে৷কিন্তু এখন চুড়ান্ত আবেদন করবে না,এটাই স্বাভাবিক৷


গুচ্ছে চান্স পাওয়া সবচেয়ে সহজ হবে,এটাই বাস্তবতা!

গুচ্ছে আসন আছে-

সাইন্সঃ১২০০০+

আর্টসঃ৬০০০+

কমার্সঃ ৩৫০০+

গুচ্ছে বিজ্ঞান বিভাগে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১১জন,মানবিকে ১৭জন,বানিজ্য বিভাগে ১২ জন৷


যেখানে গড়ে প্রতিটি ইউনিটে ঢাবিতে ৪৭ জন লড়বে,জাহাঙ্গীরনগরে লড়বে ১৬৩ জন,চবিতে ৪০ জন দড়বে৷বুঝতেই পারছো গুচ্ছে মোটামুটি এভারেজ প্রিপারেশন থাকলেই চান্স হবে৷বিজ্ঞান থেকে যারা সিলেক্ট হবে এই সুযোগ মিস দিও না৷ ৫০-৬০% মার্ক পেলেই চান্স হয়ে যাবে৷পাবলিকিয়ান হবার এতো বড় সুযোগ হাতছাড়া হলেই বুঝবে জীবনে কতো বড় সুযোগ মিস দিলে৷ইসস,আর একটু পড়লেই চান্স হতো, আমি চাই এই উপলব্ধিটা এখনই আসুক তোমার মধ্যে,পরীক্ষার হল থেকে বের হবার পরে না৷আর একটা বিষয় গুচ্ছের পরীক্ষা আশা করি নভেম্বরের শেষের দিক হবে কারণ অক্টোবরে কোনো শিডিউল ফাকা নাই,নভেম্বরের ১ম-২য় সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিবে৷এখনো সময় সুযোগ আছে,কাজে লাগাও৷

গুচ্ছ পরিক্ষার আপডেট 



😉😎 সব প্রশ্নের উত্তর এক সাথে 😎😎

১.প্রশ্ন: গুচ্ছে নেগেটিভ Mark আছে কি না?

উঃ হাঁ, আছে।

প্র: কোন মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে?

উঃ নভেম্বরের প্রথম সপ্তাহে।

প্র: গুচ্ছে পরিক্ষার সময় কত থাকবে??

উঃ ১ ঘন্টা মাত্র।

প্র: 2nt time পরিক্ষা দেওয়া যাবে কিনা?

উঃ হুম।

প্র: কত Mark পেলে চান্স হতে পারে?

উঃ ৬০+

প্র: আমি যে সিমে এপ্লাই করে ছিলাম সেটা হারিয়ে ফেলেছি কোনো অপশন আছে কিনা?

উঃ হাঁ, আছে ।

প্র: গুচ্ছে কয়টি কেন্দ্র চয়েস দিতে হবে?

উঃ ৫ টি।

প্র: ভর্তি পরীক্ষার জন্য কত ঘন্টা পড়তে হবে?

উঃ সেটা তুমিই ভালো জানো। আমার মতে ৮-১০ ঘন্টা।

প্র: চুরান্ত আবেদন কবে শেষ ।

উঃ ৭-৯-২০২১

প্র: টাকা পরিশোধ করার শেষ কবে?

উঃ ৮-৯-২১।

প্র: আপনি এতো সব জানলেন কেমন করে?

উঃ পেপার পত্রিকা থেকে।

আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।





বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ সমূহ সর্বশেষ আপডেট তথ্য:


☑️ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ-

📌ঢাকা বিশ্ববিদ্যালয় - ক - ইউনিট - 01/10/21

📌ঢাকা বিশ্ববিদ্যালয় - খ- ইউনিট - 02/10/21

📌ঢাকা বিশ্ববিদ্যালয় - গ - ইউনিট - 22/10/21

📌ঢাকা বিশ্ববিদ্যালয় - ঘ- ইউনিট -23/10/21

📌ঢাকা বিশ্ববিদ্যালয় - চ - ইউনিট - 09/10/21

📌ঢাকা বিশ্ববিদ্যালয় -  IBA - 11/10/21


☑️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ঃ-

📌চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় -A- ইউনিট- 01/11/21 & 02/11/21

📌চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় -B- ইউনিট- 27/10/21 & 28/10/21

📌চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় -B1- ইউনিট- 05/11/21

📌চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় -C- ইউনিট- 29/10/21

📌চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় -D- ইউনিট- 30/10/21 & 31/10/21

📌চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় -D1- ইউনিট- 05/11/21


☑️রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ-

📌রাজশাহী বিশ্ববিদ্যালয়-A- ইউনিট- 05/10/21

📌রাজশাহী বিশ্ববিদ্যালয়-B- ইউনিট- 06/10/21

📌রাজশাহী বিশ্ববিদ্যালয়-C- ইউনিট- 04/10/21


☑️ডেন্টাল ( বিডিএস)- 10/09/21


☑️গুচ্ছ কৃষি -27/11/21


☑️বুয়েট (প্রিলিমিনারি) - 20/10/21 এবং (০২) 21/10/21 অক্টোবর । বুয়েট লিখিত - 06/11/21


☑️বুটেক্স - 12/11/21


☑️রুয়েট+কুয়েট+চুয়েট- 13/11/21


☑️জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযে- (7 november - 18 November)- (প্রস্তাব করা হয়েছে) 


 ☑️ঢাকা  বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট - 02/10/21




Post a Comment

Previous Post Next Post